আজ বুধবার সকাল ৮টায় ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ডে গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, অবরোধের কারণে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়াও আলগি ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করায় ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। তবে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের বোঝানোর চেষ্টা চলছে। অবরোধ চলাকালে এলাকাবাসী স্লোগান দিয়ে সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদ জানান। তারা ‘আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই’, ‘ভাঙ্গা আমার মা, আমার মায়ের বিভাজন হতে দেব না’, ‘নগরকান্দার সঙ্গে জুড়ে দেওয়া কোনোভাবেই মেনে নেব না’ প্রভৃতি স্লোগান দেন। এর আগে, আসন বিন্যাস নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট...