১৮ জন সিনেটরের অংশগ্রহণে দীর্ঘ বিতর্ক শেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মালয়েশিয়ার দেওয়ান নেগারা সংসদে গিগ ওয়ার্কার্স বিল (প্ল্যাটফর্মভিত্তিক কাজ) ২০২৫ পাস করেছে। এই বিলটি মূলত ই-হেলিং ও পি-হেলিং সেক্টরের কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম জানান, বিলটি বিদ্যমান আইনের দুর্বলতা কাটিয়ে নতুন ব্যবস্থা প্রবর্তন করবে। বিশেষত স্বয়ংক্রিয় কর্তন ব্যবস্থার মাধ্যমে কর্মীদের আয়ের ১.২৫% সামাজিক নিরাপত্তা সংস্থায় জমা হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘প্রতিটি অর্জিত আরএম-১ এর জন্য মাত্র এক সেন কেটে নেওয়া হবে।’ বর্তমান প্রিপেইড মডেলের পরিবর্তে পোস্টপেইড মডেল চালু হওয়ায় কর্মীরা অগ্রিম অর্থ না দিয়েও কভারেজ পাবেন। এর ফলে গিগ কর্মীরা আরও সুবিধাজনক উপায়ে সুরক্ষা পাবেন, যেখানে পূর্বে বছরে আরএম ১৫৭.২০ থেকে আরএম ৫৯২.৮০ পর্যন্ত এককালীন অর্থ প্রদান করতে হতো। বিলে মোট...