প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সামনে সমাবেশ করেছে বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্স। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবুল খায়ের লস্বর। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমরান আহমদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া, অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহান, সাংবাদিক নেতা ও ইউরো বার্তা সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম, আইসা পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ, বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সেক্রেটারি মনিরুল ইসলাম, সাংবাদিক রাবেয়া আক্তার সুবর্না ও নয়ন মামুন, লন্ডন ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্রী ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইডনি মুসলিম উদ্দিন, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হুসেন সুহেল ও সেক্রেটারি মো. আব্দুল মালিক হিমু, কার্যনির্বাহী সদস্য ফারিয়া মাহবুবা আলম, বন্ধন...