তিন বছর কয়রায় কপোতাক্ষ নদের বালু লুটের ব্যবসা নিয়ন্ত্রণ করেন যুবলীগ নেতা আব্দুর রহমান বাবু। আইন লঙ্ঘন করে এলাকার বাইরে থেকে প্রতিনিয়ত বালু তুলছে তাঁর লোকজন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর এ লুটপাটে ভাগ বসিয়েছেন যুবদল নেতা আনোয়ারুল ইসলাম আঙ্গুর। বালু লুটপাটে তারা মিলেমিশে একাকার হয়ে গেছেন। আব্দুর রহমান বাবু সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য জগলুল হায়দারের ঘনিষ্ঠভাজন ছিলেন। আনোয়ারুল ইসলাম আঙ্গুর উপজেলা যুবদলের সদস্য সচিব। গত শুক্র ও শনিবার গিয়ে দেখা গেছে, কপোতাক্ষ নদের হরিণখোলা চর দখল করে দুটি ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এ কাজে জড়িত কয়েকজন জানান, প্রতি ঘনফুট তিন টাকা হারে গড়ে ৫০-৬০ হাজার ঘনফুট বালু বিক্রি হচ্ছে। এভাবে লাখ লাখ টাকার বালু তোলা...