১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এএম দেশে সাময়িকভাবে লোডশেডিংয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এই বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিপিডিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোর কিছু সময় বন্ধ থাকায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। পরিস্থিতি সাময়িক এবং আগামী ২-৩ দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। বিপিডিবি আরও জানিয়েছে, এই সাময়িক লোডশেডিং মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা করছে। তারা আশা প্রকাশ করেছে যে সাধারণ মানুষ এ সময়ে বিদ্যুৎ ব্যবহার সচেতনভাবে করবেন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলবেন। বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান নেপালের সেনাপ্রধানের ট্রাম্পের প্রস্তাব মেনে নিলে...