পার্বত্য জেলা ‘রাঙামাটি’ যেমন রূপে-গুণে বৈচিত্র্যময় ও রহস্যঘেরা তেমনি নামের বানান নিয়ে রয়েছে জটিলতা। এ অঞ্চলের নামের বানান নিয়ে নানা মুনীর নানা মত।এ অঞ্চলের সঠিক বানান নিয়ে প্রায় সময় বিব্রত হতে হয় সরকারি-বেসরকারি কার্যালয়, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত। ‘রাঙামাটি’, ‘রাঙ্গামাটি’, ‘রাংগামাটি’, কোনটি সঠিক বানান এ নিয়ে প্রায় সময় তর্কযুদ্ধ লাগে সবখানে। ইতিহাস ঘেটে জানা যায়, ১৮৬০ সালের আগে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম জেলার অংশ ছিল। ১৮৬০ সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়। যার সদর দপ্তর ছিল রাঙামাটি। ১৯৮৪ সালে এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে খাগড়াছড়ি ও বান্দরবান নামে নতুন দুটি জেলা গঠন করা হয় এবং এর বাকি অংশ রাঙামাটি জেলা নামে পরিচিতি লাভ করে। তৎকালীন সময়ে রাঙামাটির সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দাপ্তরিক ভাষায় জেলার...