সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেছেন, পিএসসির নতুন ‘সার্কুলার সিস্টেম’ ব্যবহার করে প্রতি এক বছরে একটি বিসিএস পরীক্ষা সম্পন্ন করা সম্ভব। তবে এই লক্ষ্য অর্জনে কমিশনের প্রশাসনিক এবং আর্থিক স্বাধীনতার অভাবই মূল প্রতিবন্ধকতা বলে তিনি মনে করেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের রূপান্তর: অর্জন, চ্যালেঞ্জ ও সামনে এগোনোর পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পিএসসি চেয়ারম্যান তার স্বাগত বক্তব্যে বলেন, কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এক বছরের মধ্যে বিসিএস সম্পন্ন করা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তারা একটি নতুন পদ্ধতি, যার নাম ‘সার্কুলার সিস্টেম অব ইভালুয়েশন’, ব্যবহার করছেন। এর মাধ্যমে পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা সম্ভব হবে। তিনি জানান, তারা পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি ব্যবহার করে সফল হয়েছেন এবং...