ফ্রান্সে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রধানমন্ত্রী পদে পরিবর্তন এল। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার সন্ধ্যায় প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। এর মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত ফ্রাঁসোয়া বাইরুকে প্রতিস্থাপন করবেন, যিনি সোমবার সংসদে আস্থা ভোটে হেরে পদচ্যুত হন। এলিসি প্রাসাদ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ লেকোর্নুকে দায়িত্ব দিয়েছেন সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে পরামর্শ করে বাজেট পাসের ব্যবস্থা করতে এবং আগামী মাসগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় সমঝোতা গড়ে তুলতে। লেকোর্নুর নাম প্রধানমন্ত্রী হিসেবে আগে থেকেই আলোচনায় ছিল। এখন তাঁর দায়িত্ব হবে নতুন মন্ত্রিসভা গঠন করা। জানা গেছে, বুধবার প্যারিসে স্থানীয় সময় দুপুরে বাইরু ও লেকোর্নুর মধ্যে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এই ঘোষণা এল এমন এক সময়ে, যখন সারা ফ্রান্সে ব্যাপক বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। পরিবহন, শিক্ষা...