দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে জয় দিয়ে শেষ করতে পারল না আর্জেন্টিনা। গুয়াইয়াকিলে স্বাগতিক ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল স্কালোনির দলকে। লিওনেল মেসি ছিলেন না একাদশে, তাঁকে বিশ্রাম দিয়েছিলেন কোচ। ম্যাচের ৩১ মিনিটে আর্জেন্টিনার অধিনায়ক নিকোলাস ওতামেন্দি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে চাপ বাড়তে থাকে অতিথিদের ওপর। যোগ করা সময়ে (৪৫+১৩ মিনিটে) ভিএআরের সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন ইকুয়েডর অধিনায়ক এনের ভ্যালেন্সিয়া। আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করেই জয়সূচক গোল এনে দেন তিনি। যদিও রিপ্লেতে আর্জেন্টিনার নিকোলাস তালিয়াফিকোর কনুইয়ের ধাক্কা ইচ্ছাকৃত ছিল না বলেই মনে হয়েছে, তবে রেফারির চূড়ান্ত সিদ্ধান্তে গোল মেনে নিতে হয় আর্জেন্টিনাকে। দ্বিতীয়ার্ধে সংখ্যাগত সমতায় ফেরার সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। ৫০ মিনিটে নিকোলাস গঞ্জালেসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন...