২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলে নাটকীয় সমাপ্তি এনে দিল বলিভিয়া। এল আলতোর উচ্চভূমিতে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সপ্তম হয়ে আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা। মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) খেলা হওয়া এ ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট কিক থেকে জয়সূচক গোল করেন মিগেল তেসেরোস। ব্রাজিল গোলরক্ষক আলিসন সঠিক দিক ধরে ঝাঁপ দিলেও বল ঠেকাতে ব্যর্থ হন। রবের্তো ফের্নান্দেসকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা। পুরো ম্যাচে বলিভিয়া গোলের জন্য শট নেয় ২৩টি, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে বল দখলে এগিয়ে থেকেও ব্রাজিল শট নেয় মাত্র ১০টি, এর মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পারে। এল আলতোর উচ্চতায় খেলতে নেমে নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পায়নি কার্লো আনচেলত্তির দল। শুরু থেকেই বলিভিয়া আক্রমণাত্মক ছিল। সপ্তম মিনিটে লুইস হাকিনের দুর্দান্ত শট...