ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামানোর শক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই—এমন মন্তব্য করেছেন এক মার্কিন আইনপ্রণেতা। কাতারে ইসরায়েলের হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড়ের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।বুধবার (১০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন ডেমোক্র্যাট কাতারের ওপর ইসরায়েলের হামলার নিন্দা করেছেন। অনেকেই ট্রাম্পকে ইসরায়েলি সরকারের প্রতি তার সহানুভূতিশীল মনোভাবের জন্য দোষারোপ করেছেন।নিন্দাকারীদের মধ্যে টেক্সাসের একজন প্রতিনিধি লয়েড ডগেট এক্স-এ লিখেছেন, নেতানিয়াহু যুদ্ধ শেষ করার ব্যাপারে একেবারেই কোনো আগ্রহ দেখাননি। ট্রাম্প তাকে আটকাতে খুব দুর্বল এবং অঞ্চলজুড়ে অংশীদারদের সঙ্গে আমাদের নিরাপত্তার নিশ্চয়তা বজায় রাখতে সক্ষম হচ্ছেন না।তিনি আরও বলেন, চরমপন্থি নেতানিয়াহু সরকার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং যুদ্ধ শেষ করার ব্যাপারে একেবারেই কোনো আগ্রহ দেখাচ্ছে না। জিম্মি ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে...