বাংলাদেশের উন্নয়নযাত্রা দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে এসেছে। স্বাধীনতার পরবর্তী সময়ে দারিদ্র্য, অশিক্ষা, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং অবকাঠামোগত দুর্বলতা সত্ত্বেও বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের পথে অগ্রসর হতে সক্ষম হয়েছে। আজকের দিনে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশের ক্ষেত্রে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। এই অগ্রগতির অন্যতম বড় চালিকাশক্তি হলো নারীর ক্রমবর্ধমান অংশগ্রহণ। একসময় নারীর অবদান গৃহস্থালি কাজ, সন্তান প্রতিপালন বা কৃষি খাতে স্বল্প পারিশ্রমিকের শ্রমেই সীমাবদ্ধ ছিল, যেখানে তাদের কাজের মূল্যায়নও যথাযথভাবে হতো না। কিন্তু সময়ের পরিবর্তন, সরকারি ও বেসরকারি উদ্যোগ, নারী শিক্ষার প্রসার, প্রযুক্তির সহজলভ্যতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি নারীদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। আজ তারা কেবল ভোক্তা বা সহায়ক শক্তি নয়, বরং উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং নেতৃত্বদানকারী ব্যক্তি হিসেবে অর্থনীতির...