জেলার মানিকছড়ির তবলা পাড়ায় অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি; এই তিনটি পাহাড়ি সংগঠন এই অবরোধের ডাক দিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমার পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অবরোধের কারণে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকালে চেঙ্গি ব্রিজ ও উপজেলা পরিষদ সড়কে আগুন দেয় অবরোধ আহ্বানকারিরা। তবে অবরোধকে কেন্দ্র করে এখনো পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া...