বগুড়ার শেরপুরে নিখোঁজের ৯ দিন পর আবু বক্কর সিদ্দিক (৩৫) নামের এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগড়া তালপাড়ার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবু বক্কর সিদ্দিক শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ি কলোনি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। নিখোঁজ হওয়ার নয়দিনেও তার কোন হদিস পায়নি পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-একটি চক্র তার অটোরিকশা ছিনতাইয়ের পর হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। স্থানীয়রা জানান, পুকুরে মরদেহ ভেসে উঠার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় হাজারো মানুষ ভিড় করেন। এ সময় নিহতের স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। স্বজনরা জানান, গত ৩০ আগস্ট একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে নিজের অটোরিকশায় নতুন ব্যাটারি সংযোজন করেছিলেন আবু বক্কর। এরপর...