সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উঁচুতে বলিভিয়ার মাঠে খেলতে যাওয়া প্রতিপক্ষ দলগুলোর জন্য আতঙ্কের নাম। সেই মাঠেই বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে নাস্তানাবুদ হতে হল ব্রাজিলকে। ঘরের মাঠে সেলেসাওদের বিপক্ষে বলিভিয়ার জয় ১-০ গোলে। এই জয়ে কখনো বিশ্বকাপ না খেলা বলিভিয়া নিজেদের আশাও বাঁচিয়ে রাখল।বলিভিয়ার বিপক্ষে হেরে ৫ নম্বরে থেকেই বিশ্বকাপ বাছাই শেষ করল ব্রাজিল। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮ ম্যাচে ৩৮। সাতে শেষ করা বলিভিয়ার পয়েন্ট ১৮ ম্যাচে ২০।প্রতিপক্ষের মাঠে বুধবার শুরু থেকেই যেন নিজেদের হারিয়ে খুঁজছিল ব্রাজিল। প্রথমার্ধের পুরোটাজুড়ে খেলার নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের দখলে। ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসনকে একাধিকবার পরীক্ষাও ফেলে তারা। এদিন আগের ম্যাচে চিলির বিপক্ষে ভালো খেলা কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার প্রভাবও দেখা গেছে ব্রাজিলের খেলায়। এর সঙ্গে উচ্চতাজনিত অস্বস্তি তো ছিলই। সব মিলিয়ে...