বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চাঁদপুর জেলার ১৯ জন সাংবাদিকের মাঝে প্রায় ১৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। তিনি বক্তব্যে বলেন, কল্যাণ ট্রাস্ট থেকে দেশের ৬৪ জেলার ৩২০জন সাংবাদিককে ২ কোটি ২০ লাখ টাকা অনুদান দেয়া হচ্ছে। প্রতি ৩ মাস পরপর এই অনুদান দেয়া হয়। চাঁদপুরের সাংবাদিকদের মধ্যে ঐক্য আছে। অধিকাংশরাই পেশাদার সাংবাদিক। যাচাই-বাছাইতে স্বচ্ছতা থাকায় ১৯ টি আবেদন গ্রহণ করা হয়। তিনি বলেন, আমার কাছে দল-মত কোন কিছুই নেই, যিনি একজন প্রকৃত সাংবাদিক এবং অসুস্থ তাকে অনুদান থেকে কোনভাবেই বঞ্চিত করছি না। কারণ এই...