বলিভিয়ার মাঠে খেলতে যাওয়া প্রতিপক্ষ দলগুলোর জন্য আতঙ্কের নাম। বিশ্বের অন্যতম উঁচু এই দেশে অনেক সময় নাস্তানাবুদ হয়েই ফিরতে হয় দলগুলোকেও। সেই আতঙ্ক নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে বলিভিয়ার মাঠ এল আলতো স্টেডিয়ামে গিয়েছিল ব্রাজিল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ১৫০ মিটার উঁচুতে অনুষ্ঠিত এই ম্যাচে নাস্তানাবুদ না হলেও হার নিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল। ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে বলিভিয়ার জয় ১-০ গোলে। ব্রাজিলের বিপক্ষে এই জয়ে বলিভিয়া নিজেদের বিশ্বকাপ খেলার আশাও বাঁচিয়ে রাখল। আজকের জয়ে ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে বলিভিয়া। ম্যাচ শেষে তাই আবেগ ও উচ্ছ্বাসে ভেসে উদ্যাপনও করতে দেখা যায় দলটিকে। এখন বলিভিয়া বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা। আজকের ম্যাচের পর ৫ নম্বরে থেকেই বিশ্বকাপ বাছাই শেষ করল ব্রাজিল। ১৮ ম্যাচে তাদের...