মৌলভীবাজার মানেই সবুজের অন্তহীন মায়া। সকালের হালকা আলোয় এখানকার চা-বাগানগুলো কোথাও সমতলের মতো পরিপাটি করে সাজানো, কোথাও টিলা থেকে গড়িয়ে পড়া সবুজ গালিচার মতো শুয়ে আছে। আঁকাবাঁকা পথগুলো সেই গালিচার বুক চিরে চলে গেছে গহিন অরণ্যের দিকে। ভোরের নির্জনতায় কেবল শোনা যায় চা-শ্রমিকদের পদধ্বনি আর কখনোবা পর্যটকদের গাড়ির শব্দ। এখানে সবচেয়ে পরিচিত দৃশ্য চা-বাগান আর সেই বাগান ঘিরে থাকা মানুষের জীবন-জীবিকার গল্প। মৌলভীবাজারে প্রায় ১০০ চা-বাগান। শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা কিংবা কুলাউড়া—সব জায়গাতেই চোখে পড়বে পাহাড়-টিলা আর চা-বাগানের সবুজ বাহু আগলে রাখা প্রকৃতি। আছে হাওর-বাঁওড়, পাহাড়-টিলা, বন-বাদাড়, দিগন্তজুড়ে ফসলের মাঠ। প্রকৃতি সাজিয়ে রেখেছে জেলাটির চারপাশকে। মাত্র বর্ষা গেছে। শরৎ ডানা মেলছে সাদা মেঘের পালকে। কোথাও হয়তো ফুটতে শুরু করেছে কাশফুল। প্রকৃতি এ রকমই, কোথায় কী ঘটছে, এ নিয়ে তার কৌতূহলের প্রয়োজন...