দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকালে ব্রাজিলকে চমকে দিয়েছে বলিভিয়া। লা পাজে হওয়া ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে মিগুয়েল তেরসেরোসের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। ২০১৯ সালের পর ঘরের মাঠে এটাই ব্রাজিলের বিপক্ষে বলিভিয়ার প্রথম জয়। এই জয় এবং ভেনেজুয়েলাকে ৬-৩ গোলে কলম্বিয়া হারানোয় বলিভিয়া জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপের প্লে-অফে। আগামী বছরের মার্চে ছয় দলের এই প্লে-অফ অনুষ্ঠিত হবে, যেখানে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ দুটি আসন। আসরটি বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।আরো পড়ুন:মারাকানায় ব্রাজিলের বড় জয়নেইমারকে ছাড়া ব্রাজিলের স্কোয়াড, আনচেলত্তির চমক পাকেতা নেইমারকে ছাড়া ব্রাজিলের স্কোয়াড, আনচেলত্তির চমক পাকেতা বলিভিয়ার লক্ষ্য এবার তাদের চতুর্থ বিশ্বকাপে খেলা, যদিও সর্বশেষ তারা মূলপর্বে খেলেছিল ১৯৯৪ সালে। এদিকে কলম্বিয়ার হয়ে দুর্দান্ত এক রাত কাটান অভিজ্ঞ স্ট্রাইকার লুইস...