বিশ্বের অন্যতম উঁচু একটি দেশ বলিভিয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উচ্চতায় কোনো দলই খেলতে স্বচ্ছন্দ্যবোধ করে না। সেই দেশেই এবার স্বাগতিকদের কাছে হার মানল ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে কার্লো আনচেলত্তির শিষ্যরা হেরেচে ১-০ গোলে। এই জয়ে ২০২৬ বিশ্বকাপের প্লে-অফে জায়গা করে নিয়েছে বলিভিয়া। বাংলাদেশ সময় আজ বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫ মিনিটে) মিগুয়েল তেরসেরোসের পেনাল্টি থেকে। এটি ২০১৯ সালের পর প্রথমবার ঘরের মাঠে ব্রাজিলকে হারাল বলিভিয়া। এ জয়ে তারা বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রাখল। আগামী মার্চে ছয় দলের এই টুর্নামেন্ট থেকে নির্ধারিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের শেষ দুটি দল। আজকের ম্যাচের পর ৫ নম্বরে থেকেই বিশ্বকাপ বাছাই শেষ করল...