দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে এসে বড় চমক দেখাল বলিভিয়া। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উঁচুতে অবস্থিত লা পাজে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে প্লে-অফ টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে দলটি। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেন মিগুয়েল তেরকোরেস। ২০১৯ সালের পর প্রথমবার ঘরের মাঠে ব্রাজিলকে হারাল বলিভিয়া। এ জয়ের ফলে আগামী মার্চে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্লে-অফ টুর্নামেন্টে অংশ নেবে তারা, যেখানে ছয়টি দল লড়াই করবে বিশ্বকাপের শেষ দুটি জায়গার জন্য। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বলিভিয়ার মাঠ মানেই প্রতিপক্ষের জন্য আতঙ্ক। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উঁচুতে অবস্থিত দেশটির স্টেডিয়ামগুলোতে শ্বাসকষ্ট আর পরিবেশগত চাপে অনেক বড় দলও নাস্তানাবুদ হয়ে যায়। সে আতঙ্ক নিয়েই বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে এল আলতো স্টেডিয়ামে নামে...