লিওনেল মেসি তার ক্যারিয়ারে কত কিছুই করলেন। একজন খেলোয়াড় হিসেবে যা কিছু জেতা সম্ভব, তার সবকিছুই জিতেছেন। তিনি চলে এসেছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। তবে এবার মাঠের খেলার বাইরে মনোযোগ দিতে চলেছেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, এবার তিনি নামতে পারেন ‘ভোটের লড়াইয়ে’। লিওনেল মেসি তার ক্যারিয়ারের শুরু থেকে ১৭ বছর ধরে খেলেছেন স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনায়। সেই ক্লাবে আগামী বছর অনুষ্ঠিত হবে নির্বাচন। স্পেন থেকে খবর আসছে, মেসি সেই নির্বাচনে অংশ নিতে পারেন। তবে সেটা প্রত্যক্ষ না পরোক্ষভাবে, তা এখনও নিশ্চিত নয়।আরও পড়ুনআরও পড়ুনঝর্ণার সাথে গানের দিনও শেষ, তবু মেসির মনে স্রেফ সুখেরই রেশ বার্সেলোনার বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা অবশ্য আসছে নির্বাচনে আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে যাচ্ছেন। তবে শোনা যাচ্ছে, লিওনেল মেসিও এবার কোনোভাবে অংশ নিতে পারেন। স্প্যানিশ গণমাধ্যম...