মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে নিলে গাজা যুদ্ধ ‘অবিলম্বে শেষ’ হতে পারে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার বেসামরিক নাগরিকদের উদ্দেশ্যে এক বার্তায় ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার অধিকার এবং নিজের ভবিষ্যতের জন্য দাঁড়ান। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করুন এবং আমাদের সঙ্গে শান্তি স্থাপন করুন।’ এদিকে রোববার হামাসও বলেছে যে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘কিছু ধারণাকে’ স্বাগত জানিয়েছে। এর আগের দিন, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে তিনি বলেন, ‘সবাই জিম্মিদের বাড়ি ফেরত চায়। সবাই চায় এই যুদ্ধের অবসান হোক! ইসরাইলিরা আমার শর্ত মেনে নিয়েছে। হামাসেরও এখন মেনে নেওয়ার সময় এসেছে।’ তিনি বলেন, আমি হামাসকে মেনে না নেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। এটি আমার শেষ সতর্কবার্তা, আর কোনও...