বলিভিয়ার মাঠ এল আলতো স্টেডিয়াম যেনো প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে সেখানেই বলিভিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। তবে সেলেসাওরা হার নিয়েই মাঠ ছেড়েছে। ব্রাজিলের ডাগআউটে দাঁড়িয়ে প্রথম হারের মুখ দেখলেন কার্লো আনচেলত্তি। এদিকে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ যাত্রার আশা বাঁচিয়ে রেখেছে বলিভিয়া। আজ সোমবার (১০ সেপ্টম্বর) সকালে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উঁচুতে অবস্থিত এই মাঠে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বলিভিয়া। ঘরের মাঠে ম্যাচজুড়ে আধিপত্য ধরে রাখে বলিভিয়া। ব্রাজিল ৫৮ শতাংশ বল দখলে রেখে ১০ টি শট নিলেও পোস্টে রাখতে পারে মাত্র ৩টি শট। বিপরীতে বলিভিয়ার ২৩ টি শটের ১০টি ছিল পোস্টে। এদিন খেলার শুরু থেকেই দাপটা দেখিয়ে খেলতে থাকে বলিভিয়া। তবে আক্রমণে গেলেও গোলের দেখো পায়নি তারা। প্রথমার্ধের শেষদিকে বক্সের মধ্যে বল দখলের লড়াইয়ে ব্রাজিলের ব্রুনো গিমারেস ফাউল...