যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে লোডশেডিং শুরু হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে পিডিবি জানায়, অঘটনজনিত কারণে কয়েকটি কেন্দ্র উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে সারাদেশেই লোডশেডিং করতে হচ্ছে। তবে দ্রুত মেরামতকাজ শেষ করার চেষ্টা চলছে উল্লেখ করে...