গত রোববার কলকাতার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন জয়া। সেখানেই ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সঙ্গে আলাপকালে বাংলাদেশ নিয়ে ছড়িয়ে পড়া ভুয়া বার্তায় বিরক্তি প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে। দেশে ছবি তৈরি হচ্ছে না, এমন নয়। বরং আগের মতোই কাজ হচ্ছে। নইলে আমরা বেঁচে আছি কী করে?’ বিনোদন দুনিয়া কি এখন একেবারেই অনুসরণকারীর সংখ্যা নির্ভর? এ প্রশ্নে জয়া দৃঢ়ভাবে বলেন,‘আমার অভিনয় কিন্তু আমার অনুসরণকারীদের উপরে নির্ভর করে না। পরিচালকের চোখে আমার অভিনয়ের ভালো-মন্দ নির্ধারিত হয়। কোনও অভিনেতা বা অভিনেত্রীর কাজের মাপকাঠি তাদের অনুসরণকারী দেখে বিচার করা উচিত নয়।’ তবে প্রযোজনা সংস্থাগুলো নায়িকা বাছাইয়ের ক্ষেত্রে ফলোয়ার সংখ্যা বিবেচনায় নিচ্ছে—এই গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। জয়ার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। ফলে...