মালদ্বীপে পর্যটক আগমন নতুন মাইলফলক ছুঁয়েছে। পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে মোট ১৫ লাখ ২০ হাজার ৬৯৯ জন পর্যটক ভ্রমণ করেছেন। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত ৩৩ হাজার ৭৭৩ জন পর্যটক মালদ্বীপে এসেছেন। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩.৬ শতাংশ বেশি। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার পর্যটক দেশটিতে প্রবেশ করছেন। সরকার এ বছর ২৫ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে। এরই মধ্যে ১৫ লাখ অতিক্রম করায় লক্ষ্য...