বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা দুইদিনের হরতাল শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর থেকে হরতাল সফল করতে জেলার প্রধান সড়কগুলোতে অবস্থান নিতে শুরু করেছেন নেতাকর্মীরা। তারা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ রুটেও সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে।আরো পড়ুন:বাগেরহাটে বুধ ও বৃহস্পতিবার হরতালের ডাকবাগেরহাট থেকে ১৬ রুটে বাস চলাচল বন্ধ, ডিসি অফিসের সামনে বিক্ষোভ বাগেরহাট থেকে ১৬ রুটে বাস চলাচল বন্ধ, ডিসি অফিসের সামনে বিক্ষোভ বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম বলেন, “বাগেরহাটবাসীর ন্যায্য অধিকার হরণ করেছে নির্বাচন কমিশন। দীর্ঘদিন ধরে এ জেলায় চারটি সংসদীয় আসন ছিল। হঠাৎ করে আসন কমিয়ে তিনটি করা হয়েছে। আমরা এ অন্যায়ের বিরুদ্ধে রাজপথে আছি। আজ থেকে দুই...