বাংলাদেশে উৎপাদিত বা বাজারজাত করা নানা পণ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যে মানচিহ্ন দেখা যায়, সেটি ভোক্তার কাছে পণ্যের গুণগত মান ও নিরাপত্তার স্বীকৃতি হিসেবে কাজ করে। তবে এ চিহ্ন ব্যবহার করতে হলে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আগে নিতে হয় সার্টিফিকেশন মার্ক বা সিএম লাইসেন্স। মাননিয়ন্ত্রণের এই লাইসেন্স পাওয়া বা নবায়নের জন্য রয়েছে নির্দিষ্ট আবেদনপ্রক্রিয়া, কাগজপত্র ও ফি প্রদানের নিয়ম। শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স প্রদান ও নবায়ন সেবা দিয়ে থাকে সরকারি সংস্থা বিএসটিআই। মাননিয়ন্ত্রণ ও ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে এ সেবার আওতায় প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট ধাপ অনুসরণ করে আবেদন করতে হয়। সিএম লাইসেন্স হচ্ছে বিএসটিআই থেকে দেওয়া সার্টিফিকেশন মার্ক লাইসেন্স বা নিবন্ধনের সংক্ষিপ্ত রূপ। কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্যে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করতে চাইলে তাদের এই সিএম লাইসেন্স নিতে হয়।...