১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ এএম ফ্রান্সে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লেকর্নুকে মনোনীত করেছেন। মাত্র ৩৯ বছর বয়সী এই নেতা প্রেসিডেন্টের দীর্ঘদিনের আস্থাভাজন এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের অর্থনৈতিক সংকট ও সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কা সামনে রেখে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পূর্ব প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু সংসদীয় অনাস্থার মুখে পদত্যাগপত্র জমা দেন। তার স্থলাভিষিক্ত হিসেবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ একদিনেরও কম সময়ের মধ্যে লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং জাতীয় বাজেট নিয়ে ঐকমত্য গঠনের তাগিদ থেকেই এই দ্রুত সিদ্ধান্ত এসেছে। প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্রাসাদের ঘোষণায় বলা হয়েছে, ম্যাক্রোঁ লেকর্নুকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে...