১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ এএম রাশিয়ার বিমান হামলায় আবারও ইউক্রেনে প্রবীণ বেসামরিক মানুষদের প্রাণ গেল। এবার তারা টার্গেট হয়েছেন পেনশনের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। দোনেৎস্ক অঞ্চলে ঘটে যাওয়া এই হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন, যা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ বেসামরিক হত্যাযজ্ঞ হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটের দিকে দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভা গ্রামে এ হামলা চালায় রুশ বাহিনী। নিহতরা সবাই সাধারণ মানুষ, যারা পেনশন নিতে জড়ো হয়েছিলেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, নিহতদের মধ্যে বেশিরভাগই প্রবীণ নাগরিক। স্থানীয় প্রশাসক ভাদিম ফিলাশকিন জানান, উদ্ধারকাজ চলছে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন...