১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ এএম মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নতুন ধাপে কাতার ইসরাইলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো বিমান হামলাকে কাতার ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছে এবং তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। দেশটি এই হামলাকে আন্তর্জাতিক আইন ও নীতিমালার সরাসরি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের বৈঠক চলাকালীন ইসরাইলি বাহিনী লক্ষ্যভেদী বিমান হামলা চালায়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য সরকারি সূত্র জানায়, এই আক্রমণ কাতারে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবিবেচক পদক্ষেপ শুধু আন্তর্জাতিক আইন ভঙ্গ করে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতাকেও ঝুঁকির মধ্যে ফেলে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার পরপরই কাতারের নিরাপত্তা বাহিনী, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট...