চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে যে ঘটনা সম্প্রতি সংঘটিত হলো, তা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি আমাদের সমাজের গভীর অসুখের নগ্ন প্রকাশ। এই দেশে নারী মানেই যেন প্রথমে সন্দেহ, তারপর গালাগাল, তারপর চরিত্রহনন। ঘটনাস্থলে যা ঘটেছে, তা তো ঘটেছেই; কিন্তু তার চেয়েও বড় ক্ষত সৃষ্টি করেছে আমাদের সামাজিক মানসিকতা ও প্রশাসনিক ব্যর্থতা। প্রথমেই আসা যাক নারী শিক্ষার্থীটির প্রসঙ্গে। জানা গেছে, স্থানীয় এক দারোয়ান তার প্রতি শারীরিক আঘাত করেছেন এবং বাসায় প্রবেশে বাধা দিয়েছেন। অথচ প্রথম থেকেই সমাজের একাংশ তাকে নিয়ে শুরু করেছে নোংরা কুৎসা, অশ্লীল ভাষা ও অবমাননাকর মন্তব্য। তাকে নানারকম কুরুচিপূর্ণ শব্দে আঘাত করা হয়েছে। এ যেন নারীর প্রতি চিরাচরিত বিদ্বেষ ও যৌন হতাশা থেকে উদ্ভূত অন্ধ মানসিকতার আরেকটি দৃষ্টান্ত। এ সমাজ যেন ভুলে যায়—নারী...