অবশেষে জনমনে স্বস্তি নেমে আসে পরদিন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের প্রথমে প্রধান উপদেষ্টা ও পরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর। বিষয়টি নিয়ে মুখ খোলে আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ও। উভয় স্থল থেকে জানানো হয়, সেনাপ্রধান ওয়াকার প্রধান উপদেষ্টাকে বলেছেন, সরকারের সব কাজে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি প্রচারিত গুজবে কান না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন। এ ঘটনা থেকে আমরা গুজবের শক্তি সম্বন্ধে কিছুটা আন্দাজ করতে পারি। একটি গুজবের সংক্রমণ থেকে গোটা দেশবাসীকে রক্ষার জন্য রাষ্ট্রের প্রতিরক্ষায় নিয়োজিত বাহিনীর প্রধানকে মাঠে নামতে হয়েছে।গুজব ছড়ানো অপরাধ এটা সবাই জানি। কিন্তু সে অপরাধে কেউ শাস্তি পেয়েছে, এমন নজির নেই। ফলত গুজব নামের ভাইরাসটি দ্রুত ছড়ায়। সচেতন ব্যক্তিরা বলছেন, একমাত্র জনসচেতনতা সৃষ্টিই এ ভাইরাসের সংক্রমণ রোধের প্রধান উপায়। সে সঙ্গে দু-চারজন গুজব...