তবে উত্তেজনা না কমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার মূল দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। এখন থেকে তারা অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। নেপালে চলমান অস্থিরতা নিরসনে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তবে উত্তেজনা না কমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার মূল দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। এখন থেকে তারা অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে সেনা সদস্যরা দেশব্যাপী বিভিন্ন স্থানে অবস্থান নেয়। প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, কিছু গোষ্ঠী অস্থিরতার সুযোগ নিয়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি-বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করছে। সেনাবাহিনী জনগণকে সংযত থাকতে এবং ধ্বংসযজ্ঞ এড়াতে সহযোগিতার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সেনারা অন্যান্য বাহিনীর সঙ্গে...