মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মুস্তাফিজুর রহমান ওরফে সেলিম (২৭)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের মো. নাসিম উদ্দিন সরদারের ছেলে।আহত যুবকের নাম হাফিজ হোসেন (১৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, সাতক্ষীরা শহর বাইপাস সড়কের মথুরাপুর এলাকায় রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোস্তাফিজুর রহমান সেলিম ঘটনাস্থলাই মারা যায়। এসময় আহত হয় অপর মোটরসাইকেল চালক হাফিজ হোসেন। তাকে সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত...