বাংলাদেশে তরুণদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা গত কয়েক বছরে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পড়াশোনার চাপ, অপ্রয়োজনীয় প্রতিযোগিতা, হতাশা, একাকিত্ব, প্রেম-সম্পর্কের জটিলতা, পারিবারিক প্রত্যাশা— সব মিলিয়ে তরুণরা ভীষণভাবে মানসিক সংকটে পড়ছেন। পরিসংখ্যান বলছে, দেশে প্রতিদিন গড়ে অন্তত ৪০ জন আত্মহত্যা করছেন। আর এর উল্লেখযোগ্য অংশই তরুণ। বিশেষজ্ঞদের মতে, যদি এখনই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্র পর্যায়ে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ মানসিক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। আজ (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো— আত্মহত্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে উৎসাহিত করা। প্রতি বছর এদিনে বিভিন্ন দেশে সেমিনার, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম...