কাতারের রাজধানী দোহার আবাসিক এলাকায় হামাসের নেতাদের লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলাকে ‘একতরফা’ আখ্যা দিয়েছে। তারা জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের পরিপন্থী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় ‘খুব অসন্তুষ্ট’ এবং বুধবার (১০ সেপ্টেম্বর) এ বিষয়ে পূর্ণাঙ্গ বিবৃতি দেবেন বলে জানিয়েছেন। ওয়াশিংটনের এক রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমি এতে খুশি নই। এটি ভালো পরিস্থিতি নয়। আমরা জিম্মিদের মুক্তি চাই, তবে আজ যা ঘটেছে তাতে আমরা সন্তুষ্ট নই। ইসরায়েল যদিও হামলার সাফাই গাইছে, কাতার এটিকে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি সতর্ক করে বলেছেন, এ হামলা দোহায় চলমান শান্তি আলোচনাকে গুরুতরভাবে ব্যাহত করতে পারে। ট্রাম্প স্বীকার...