প্রযুক্তি আসলে আমাদের কল্পনাশক্তি কেড়ে নিচ্ছে না; বরং আমাদের অপব্যবহারের কারণে কল্পনাশক্তি হারাচ্ছে। প্রযুক্তি সঠিক ব্যবহার হতে পারে সৃজনশীলতার হাতিয়ার আবার ভুল ব্যবহার হয়ে উঠতে পারে কল্পনার শত্রু। তাই প্রয়োজন সচেতনতা, ভারসাম্য ও সঠিক দিকনির্দেশনা। শিক্ষক, অভিভাবক এবং তরুণ প্রজন্মকে সচেতন হতে হবে—প্রযুক্তি যেন ভোগের মাধ্যম না হয়ে শেখা ও সৃজনশীলতার হাতিয়ার...