ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় সাড়ে ১৬ ঘণ্টা পর ঘোষিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। চূড়ান্ত ফলাফল অনুযায়ী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম সহ-সভাপতি (ভিপি) এবং এস এম ফরহাদ সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন একই প্যানেলের মহিউদ্দীন খান। এর আগে ডাকসু নির্বাচনের ফলাফলের জন্য সাড়ে ১৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষা করেছেন শিক্ষার্থী ও সাংবাদিকরা। উদ্বিগ্ন ছিলেন দেশ-বিদেশে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকরা। এ নিয়ে অনেকে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার পরপরই শুরু হয় গণনার পালা। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নওয়াব আলী চৌধুরী সিনেট...