বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বেড়েই চলেছে। এই প্রযুক্তি মানুষের জীবনকে যেমন সহজ করছে, আবার মাঝেমধ্যে ঝামেলাতেও ফেলছে। কিছু কিছু ঘটনা তো হাস্যরসেরও জন্ম দিচ্ছে। ফাবিও সিলভা ও ক্রিস্টান্টাস উচে তেমনই এক মজার ঘটনার জন্ম দিয়েছেন। সম্প্রতি গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ছেড়ে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে নাম লিখিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড সিলভা। আর নাইজেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার উচে স্প্যানিশ ক্লাব হেতাফে থেকে ধারে যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে। দুজনই পুরোনো ক্লাবকে বিদায় জানাতে বার্তা তৈরির জন্য জনপ্রিয় এআই চ্যাটজিপিটির সহায়তা নেন। এরপর তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।এতেই ধরা খেয়েছেন সিলভা ও উচে। ফুটবলপ্রেমীরা দেখেন, দুজনের বিদায়ী বার্তায় হুবহু মিল। শব্দচয়ন, আবেগের উপস্থাপনা, এমনকি যতিচিহ্নও এক! শুধু দুজন আলাদা ক্লাবে খেলতেন বলে ক্লাবের নাম দুটি আলাদা। দুজনের সেই পোস্ট একত্র করে...