বর্তমান সরকারের আমলে আপাতদৃষ্টিতে চুরি-ডাকাতি বেড়েছে বলে মনে হলেও, পুলিশের হিসাব উল্টো। বরং বিগত সরকারের সময়ে যারা মামলা করতে পারেননি, তারা এখন থানায় আসছেন বলে দাবি করা হচ্ছে। তবে বিশ্লেষকেরা বলছেন, মামলার সংখ্যা দিয়ে পরিস্থিতি বোঝা যাবে না। অপরাধ কমানোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অনেকটাই ব্যর্থ। গণঅভ্যুত্থানের মুখে ২০১৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়। ডাকাত আতঙ্ক থেকে শুরু করে ছিনতাই-খুন-মব, প্রতিদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে নানান সমালোচনা। তবে পুলিশ সদরের হিসাব বলছে, শেখ হাসিনার আমলে প্রভাবশালীদের ভয়ে মামলা করতে না পারা অনেকে, এখন থানায় আসছেন। গণমাধ্যমকে এই তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পরিস্থিতি কি সত্যিই খারাপ? পুলিশ সদরের তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চুরি-ডাকাতি, ২০২৪ সালের একই সময়কালের চেয়ে উল্টো কমেছে। ২০২৪...