মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরের পানি না নামায় রোপা আমন আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মৌসুম শেষ হয়ে এলেও ধানের চারা রোপণ করতে না পারায় দিশেহারা কৃষক। তাদের অভিযোগ, মনু নদী প্রকল্পের আওতায় কাশিমপুর পাম্প হাউস থেকে পানি নিষ্কাশন না হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। মৌলভীবাজার ও রাজনগরের অন্তত ৭টি ইউনিয়নের ফসলি জমি পানির নিচে। কাউয়াদীঘি হাওরের পানি না নামায় আমন ধানের চারা রোপণ করতে পারছেন না বেশিরভাগ কৃষক। কাউয়াদীঘি হাওর এবং আশপাশের এলাকার পানি নিষ্কাশন করে কাশিমপুর পাম্প হাউস। তবে বিদ্যুত সংকটে প্রায়ই পাম্প বন্ধ থাকায় জমির পানি নামছে না। জলাবদ্ধতার কারণে শুধু আমন বীজতলাই নয়, এরই মধ্যে রোপণ করা অনেক জমিও তলিয়ে গেছে। এতে দুশ্চিন্তায় কৃষক। কৃষকেরা জানান, হঠাৎ করে পানি আসায় সব ফসল পানিতে তলা গেছে। এক মাসেও পানি...