২০০৯ সালের পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর স্বাদ পায়নি বলিভিয়া। সর্বশেষ চার ম্যাচেই সেলেসাওদের কাছে হেসেছে তারা, প্রতিবারই তিন বা তার বেশি গোল খেয়ে। তবে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শেষ ম্যাচে সেই ইতিহাস পাল্টে দিল বলিভিয়া। কার্লো আনচেলত্তির দলকে তারা হারিয়েছে ১-০ গোলে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উচ্চতায় খেলতে নামলে প্রতিপক্ষের দম ফুরিয়ে যায় প্রায়ই। ব্রাজিলও এ দুর্ভাগ্য এড়াতে পারেনি। মাত্র ৪২ শতাংশ বল দখলে রেখেও খেলা নিয়ন্ত্রণ করে বলিভিয়া। ২৩টি শটের মধ্যে ১০টিই তারা লক্ষ্যে রাখে, যেখানে ব্রাজিলের ১০ শটের মাত্র ৩টি ছিল টার্গেটে। এই জয়ে বলিভিয়া ইন্টার-কনফেডারেশন প্লে-অফ খেলার সুযোগ ধরে রাখল, যা তাদের প্রথমবার বিশ্বকাপে ওঠার আশা জাগাচ্ছে। আরো পড়ুন :এশিয়া কাপে মোটা অঙ্কের প্রাইজমানি: কত টাকা পাবে চ্যাম্পিয়নরা শুরু থেকেই স্বাভাবিক ছন্দে ছিল না ব্রাজিল। সপ্তম মিনিটে...