টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বাঁধের ১৬ জলকপাট সাড়ে তিন ফুট খুলে দিয়ে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬৩ হাজার কিউসেক পানি। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এমন তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। এ প্রকৌশলী বলেন, হ্রদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে জলকপাটগুলো সাড়ে তিন ফুট খুলে দিয়ে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬৩ হাজার কিউসেক পানি। এ প্রকৌশলী বলেন, হ্রদে বর্তমানে পানি আছে ১০৮.৯০ ফুট মিনস সি লেভেল। বর্তমানে পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে এবং ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর আগে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় গত ২০ আগস্ট রাত ৮টা...