গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় চিত্রনায়ক ওমর সানীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় মৌসুমী-শাবনূরের পর আরও এক নায়িকার অভিষেক হয়। অভিষেক সিনেমাতেই তিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। আজ তার জন্মদিন। দিনটি তিনি নিজের মতো করে পরিবারের সঙ্গে পালন করবেন বলে জানিয়েছেন।দিনটি উপলক্ষে এই নায়িকা বলেন, ‘আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। আমাদের নিজস্ব কিছু এতিমখানা আছে, সেখানে কোরআন খতম এবং খাওয়া-দাওয়ার আয়োজন করা হচ্ছে। জন্মদিনে আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভক্তদের প্রতি, কারণ তাদের জন্যই আজ আমি পপি।’ তবে জীবনের এই পর্যায়ে এসে আমি শুধু এতটুকু বলতে চাই, যা আমার জীবন থেকে নেওয়া উপলদ্ধি। পরিবারের জন্য সবাই দায়িত্ব পালন করবেন; কিন্তু নিজের পায়ের তলার মাটি...