২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চল থেকে নিজেদের শেষটা রাঙাতে পারল না তারা। বলিভিয়ার মাঠে পরাজয় মেনে ফিরতে হচ্ছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। সেলেসাওদের হারিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বলিভিয়া। এল আলতোয় বুধবার সকালে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বলিভিয়া। সঙ্গে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সপ্তম হয়ে আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা। এখান থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও গোলের জন্য নেয়া শটে স্বাগতিকদের চেয়ে পিছিয়ে ছিল। ৫৮ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ১০টি শট নিয়ে কেবল ৩টি লক্ষ্যে রাখতে পারে সেলেসাওবাহিনী। বিপরীতে বলিভিয়ার ২৩ শটের মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। বলিভিয়ার মাঠে শুরু থেকেই চাপে ছিল ব্রাজিল। প্রথমার্ধের পুরোটাজুড়ে...