ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্টিয়ান লিকোর্নুর নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আস্থাভোটে আগের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রুর পরাজয়ে সরকার পতনের পর নিয়োগ পেলেন সেবাস্টিয়ান। এর মধ্য দিয়ে গত দুই বছরে পঞ্চম প্রধানমন্ত্রী পেল ফ্রান্স। সেবাস্টিয়ান দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। প্রেসিডেন্ট মাখোঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তিনি। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় তাঁকে সমর্থন দিয়েছিলেন। সেবাস্টিন নতুন প্রধানমন্ত্রী হওয়ায় মাখোঁর অর্থনৈতিক সংস্কার কর্মসূচির ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ফ্রান্সের পরবর্তী বাজেট গ্রহণের লক্ষ্য নিয়ে সেবাস্টিয়ানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্বসূরি বায়রুর এই বাজেট পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিরোধিতার মুখে অচলাবস্থা নিরসনে আকস্মিকভাবে আস্থাভোট আহ্বান করেন। এরপর পার্লামেন্টে আস্থাভোট হয়। এমপিদের ৩৬৪-১৯৪ ভোটে হেরে...