চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা একটা মডেল তৈরি করেছি। যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনুসরণ করবে বলে আমরা আশা করি। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ যেখানেই ঐতিহাসিকভাবে আটকে পড়ে, সেখানেই ঢাবির ছাত্রছাত্রিরা বাংলাদেশকে উদ্ধার করে। সেই সুযোগ আবার এসেছে। ডাকসুর মাধ্যমে তারই প্রতিফলন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...