১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম শুরুর ধাক্কা সামলে দলকে সমতায় ফেরালেন বের্নার্দো সিলভা। স্পট কিকে রেকর্ড বইয়ে নাম লেখালেন ক্রিস্তিয়ানো রোনালদো। শেষ দিকে আচমকা আরেক গোলে অসাধারণ কিছুর সম্ভাবনা জাগাল হাঙ্গেরি। তবে পরক্ষণেই জোয়াও কান্সালোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল পর্তুগাল। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে পর্তুগাল। ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় হাঙ্গেরি। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে গোলটি করেন বার্নাবাস ভার্গা। ৩৬তম মিনিটে জোয়াও কান্সেলোর পাস ধরে, ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে সমতা ফেরান বের্নার্দো সিলভা। পর্তুগাল ৫৮তম মিনিটে রোনালদোর সফল স্পট কিকে এগিয়ে যায়। ডি-বক্সে তার শটেই বল লোইক নিগুর হাতে লাগলে পেনাল্টিটি পায় তারা। জাতীয় দলের হয়ে টানা পাঁচ ম্যাচে...